পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়াতে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। “উদ্যোগই সফলতার চাবিকাঠি” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ ফেব্রæয়ারি ২০২৫ রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়। পুণ্ড্র ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের বিজনেস ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২২ জন উদ্যোক্তা তাদের প্রজেক্ট, প্রোডাক্ট ও সেবা নিয়ে এ উদ্যোক্তা মেলায় অংশগ্রহণ করে। সকালে মেলার মূল ফটকে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর ভাইস-চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান, পিইউবি’র ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আমিনুল হক, পরিচালক (অর্থ) আবু জাহিদ মোঃ জগলুল পাশা ও বিভাগীয় প্রধানগণ। উদ্বোধনের পর অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম উদ্যোক্তা মেলা পরিদর্শন করেন। তিনি উদ্যোক্তাদের এ আয়োজনকে সাধুবাদ জানান। পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের এ ধরনের কর্মকান্ডে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উদ্যোক্তা মেলায় হস্তশিল্প, আচার, চকলেট, কেক, পোশাক, মেকআপ ও প্রসাধনী সামগ্রী, হাতে তৈরী গহনা, কসমেটিক্স, অর্গানিক খাদ্য সামগ্রী প্রভৃতির পসরা সাজিয়েছিল নবীন শিক্ষার্থী উদ্যোক্তারা।
- April 22, 2025
- PUB